সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে জব ফেস্ট ও সেমিনার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

রাজধানীর আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল সিভিল ইঞ্জিনিয়ার জব ফেস্ট ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চাকরির বাজার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে চতুর্থ বর্ষ থেকে সদ্য গ্র্যাজুয়েট সিভিল ইঞ্জিনিয়ারদের চাকরির আবেদন করার জন্য এই জব ফেস্ট আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং সোসাইটি। এতে স্টিল, কনস্ট্রাকশন, কনসালটেশন ও সিমেন্টের ৯টি কোম্পানির স্টল বসে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা এই ফেস্টে প্রায় ৩০০টি সিভি জমা পড়েছে। দুপুরে সিভিল ইঞ্জিনিয়ারদের বর্তমান চাকরির বাজার এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন জিপিএস ইস্পাতের মার্কেটিং ও সেলসের জিএম গালিব মাহমুদ ও জিপিএস ইস্পাতের টেকনিক্যাল সাপোর্ট উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক এ এস এম ফাহাদ হোসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর