সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সাফল্য প্রচার নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি, গবেষণালব্ধ ফলাফল, অগ্রগতি ও সাফল্যের খবর গণমাধ্যমে প্রচারের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি দৈনিকের প্রধান প্রতিবেদকের সঙ্গে গতকাল সচিবালয়ের মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দফতরের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রতিবেদক মন্জুরুল ইসলাম, যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম, সমকালের প্রধান প্রতিবেদক লোটন একরাম, ভোরের কাগজের প্রধান প্রতিবেদক খন্দকার কাউছার হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন তথ্য দফতরের কর্মকর্তা ডা. এনামুল কবির ও সাজ্জাদ হোসেন।

সভায় উপ-পরিচালক শেফাউল করিম মন্ত্রণালয়ের বিভিন্ন ইতিবাচক অর্জনের খবর প্রচারে প্রিন্ট মিডিয়ার সহায়তা কামনা করেন। সভায় প্রধান প্রতিবেদকরা দেশ ও জাতির স্বার্থে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর