সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি আরিফ কারাগারে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ এখন কারাগারে। শনিবার রাতে মিরপুরের লাভ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, প্রজাপতি পরিবহন নামে একটি বাস কোম্পানির কাছে মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন আরিফ। শনিবার রাতে চাঁদা না পেয়ে ওই কোম্পানির পাঁচটি বাসের যাত্রী নামিয়ে সেগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয়। পরে ওই বাসের কর্মচারীদের মারধর করে আরিফ ও তার ক্যাডাররা। এ সময় তারা হুমকি দেয়, চাঁদা না দিলে বাসের চাকা ঘুরবে না।

এ বিষয়ে শনিবার রাতেই প্রজাপতি পরিবহনের রোড ইনচার্জ মো. তানজিল বাদী হয়ে মিরপুর থানায় একটি মামলা করেন। মামলায় ছাত্রলীগ নেতা আরিফ ছাড়া অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়। ওই মামলায় আরিফকে গ্রেফতার করা হয়। গতকাল তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে সিএমএম আদালতের হাকিম মঈনুল ইসলাম রিমান্ড নামঞ্জুর করে আরিফকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই শাহ আলম জানান, প্রজাপতি পরিবহনের জব্দকৃত পাঁচটি বাস বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর