সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার অবদান অবিস্মরণীয়

------- হাছান মাহমুদ

কলকাতা প্রতিনিধি

মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার অবদান অবিস্মরণীয় উল্লেখ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ত্রিপুরার মানুষ শুধু সেই রাজ্যের নয়, বাংলাদেশবাসীর জন্য মনের দুয়ার খুলে দিয়েছিল। এ অবদানের কথা বাংলাদেশ চিরদিন স্মরণ করবে। তিনি গতকাল সন্ধ্যায় ভারতের আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী মিলনায়তনে প্রথম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-আগরতলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

 হাছান মাহমুদ বলেন, ‘রাজনৈতিক সীমানায় বিভক্ত হলেও বাংলাদেশ ও আগরতলার মানুষ একই নদীর অববাহিকায় বেড়ে ওঠা, একই পাখির কলতানে মুগ্ধ। দুই দেশের মানুষের বন্ধুত্বও তাই সীমানা ছাড়িয়ে।’

অনুষ্ঠানে বাংলাদেশের সহকারী হাইকমিশনার কীরিটি চাকমার সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন ত্রিপুরা রাজ্যের কৃষি পর্যটন ও পরিবহন মন্ত্রী প্রণজিত সিংহ রায়, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য স্বীকৃতিপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক স্বপন ভট্টাচার্য, বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, কলকাতার ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব-প্রেস মো. মোফাখখারুল ইকবাল, চিত্রতারকা রোকেয়া প্রাচী, চঞ্চল চৌধুরী, সাইমন, অপর্ণা ঘোষ, চলচ্চিত্র উৎসব আয়োজন সহযোগী প্রতিষ্ঠান অনার্য করপোরেশনের নির্বাহী পরিচালক সফিক রহমান, উপদেষ্টা সুনীত কুমার পালৌধি প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর