সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

জেলা জজ পদমর্যাদার বিচারক পাবে আয়কর আপিল ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে শিগগিরই দেশের আটটি আয়কর আপিল ট্রাইব্যুনালে আটজন জেলা জজ মদমর্যাদার বিচারক নিয়োগের আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশনের নেতারা আইনমন্ত্রীর সঙ্গে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বৈঠককালে আইনমন্ত্রী এমন আশ্বাস দেন।

এ সময় আইনমন্ত্রী তিন সদস্যের ট্রাইব্যুনাল গঠনের মতামত দেন। এদের মধ্যে একজন হবেন জেলা জজ পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তা, আয়কর বিভাগের কর্মকর্তা হবেন একজন এবং আয়কর আইনজীবী থাকবেন একজন।

১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ অনুযায়ী আয়কর আপিল ট্রাইব্যুনালে জেলা জজসহ অন্যান্য পদবির লোক নিয়োগের বিধান থাকলেও বর্তমানে শুধু দুজন কর কমিশনার দিয়ে বেঞ্চ গঠন করে আয়কর আপিল মামলার বিচার কাজ চলছে বলে আইনজীবীরা বৈঠকে আইনমন্ত্রীকে অবহিত করেন। বৈঠকে অ্যাসোসিয়েশনের নেতারা ছাড়াও লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শাহিদুল হক, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর