মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ব্যাংক-ফিনটেক যৌথ প্রয়াসের ওপর গুরুত্ব আরোপ শিল্পমন্ত্রীর

শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন বলেছেন, বাংলাদেশ এখন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মতো অভিনব প্রযুক্তি নিয়ে উন্নয়নের মহাসড়কে। এই যাত্রা বেগবান করতে ব্যাংক ও ফিনটেক (ফিনান্সিয়াল টেকনোলজি) কোম্পানিগুলোকে এক সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিক ও সামাজিক দায়বদ্ধ ব্যবসায়ীরা এগিয়ে এলে এই অগ্রযাত্রা বিশেষ মাত্রা পাবে। রবিবার জাতীয় প্রেস ক্লাবে জ্যেষ্ঠ সাংবাদিকদের সংগঠন বিজেএফসিআই আয়োজিত ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিজেএফসিআই সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফিনান্সিয়াল হেরাল্ড সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম, পিআইবির পরিচালক জাফর ওয়াজেদ, বিকাশের কাদির কামাল, শিওর ক্যাশের সিইও ড. শাহাদাত খান, এক্সিম ব্যাংকের সিইও ও এমডি ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর