শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

নিউইয়র্কে বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন ২৯ ও ৩০ মার্চ

প্রতিদিন ডেস্ক

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ২৯-৩০ মার্চ নিউইয়র্কে লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন’ অনুষ্ঠিত হবে। গত বুধবার এক সংবাদ সম্মেলনে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক ড. নূরন্নবী ও সদস্য সচিব জাকারিয়া চৌধুরী। প্রধান সমন্বয়কারী হাজী আবদুল কাদের মিয়া। যুগ্ম আহ্বায়ক ড. খন্দকার মনসুর প্রমুখ। এনআরবি নিউজ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন জাকারিয়া চৌধুরী ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ড. নূরন্নবী, হাজী আবদুল কাদের মিয়া এবং ফাহিম রেজা নূর। এ সময় জানানো হয়, যুক্তরাষ্ট্রে যতবেশি সংখ্যক অনুষ্ঠান হবে ততোই বঙ্গবন্ধু সম্পর্কে নতুন প্রজন্ম জানতে সক্ষম হবে। তাই মুজিব বর্ষের প্রতিটি দিনই একটি করে সম্মেলন, সমাবেশ হওয়া উচিত। বিভিন্ন স্টেটে এ ধরনের কর্মসূচি গ্রহণকারীদেরও সাংগঠনিক সহযোগিতা দেওয়া হবে।

সর্বশেষ খবর