সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ব্রিজ ও ইটের রাস্তা নির্মাণে ই-টেন্ডার প্রক্রিয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক নির্মিত সব প্রকার গ্রামীণ রাস্তা আইডিভুক্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে ব্রিজ ও ইটের রাস্তাগুলো নির্মাণে ই-টেন্ডার প্রক্রিয়া চালু করার সুপারিশ করা হয়েছে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম।

কমিটির সদস্য ও দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সোলায়মান হক  জোয়ার্দ্দার (ছেলুন), মো. আফতাব উদ্দিন সরকার, মীর  মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মজিবুর রহমান  চৌধুরী, মাসুদ উদ্দিন চৌধুরী এবং কাজী কানিজ সুলতানা  বৈঠকে অংশ নেন।

সর্বশেষ খবর