শিরোনাম
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

শহীদ ময়েজউদ্দিনের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ

গাজীপুর প্রতিনিধি

শহীদ ময়েজউদ্দিনের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ

রাজনীতিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বৃহত্তর ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য শহীদ ময়েজউদ্দিনের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন স্বৈরশাসক এরশাদের পতন দাবিতে সারা দেশে ২২ দল হরতাল ডাকে। গাজীপুরের কালীগঞ্জে হরতালের মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় সন্ত্রাসী হামলায় ঘটনাস্থালেই তিনি শাহাদাতবরণ করেন। তার শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে সকাল ৯টায় রাজধানী ঢাকায় বনানী কবরস্থানে শহীদ ময়েজউদ্দিনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন; ১১টায় গাজীপুরের কালীগঞ্জ সদরে আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল; দুপুর ১২টায় উপজেলা পরিষদের ময়েজউদ্দিন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন; বিকাল ৪টায় কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন সেতুসংলগ্ন মেহের আফরোজ চুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল ও দরিদ্রভোজ; তা ছাড়া কালীগঞ্জ উপজেলার সব ইউনিয়েনে আওয়ামী লীগের আয়োজনে দোয়া মাহফিল ও দরিদ্রভোজ হবে। ২৯ সেপ্টেম্বর বিকাল ৩টায় ময়েজউদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে স্মরণসভা হবে।

সর্বশেষ খবর