শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিএনপি দুর্নীতিবাজদের দল : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি হচ্ছে দুর্নীতিবাজদের দল। তাদের চেয়ারম্যান তিনি হলেন এতিমদের টাকা চোর। আদালতে সাব্যস্ত এবং তাকে এতিমের টাকা চুরি করার জন্য জেল দেওয়া হয়েছে। আর সিনিয়র কো-চেয়ারম্যান তিনি হলেন দুর্নীতিবাজ মানি লন্ডারিংয়ে সাজাপ্রাপ্ত এবং মুচলেকা দেওয়া অপরাধী। তিনি মুচলেকা দিয়ে বলেছেন যে, আমি অপরাধী আমাকে মাফ করে দিয়ে বিদেশে পাঠিয়ে দেন। এই দলে নেতারা এখন পর্যন্ত তাদের দুর্নীতিবাজ চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান বদলাতে পারেনি তাদের মুখে দুর্নীতিবিরোধী বড় বড় কথা বলা সাজে না। গতকাল সকালে আখাউড়া রেলজংশন চত্বরে আত্মীয় নামের একটি সংগঠনের অনলাইনে রক্তদাতা নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনা যে অভিযান শুরু করেছেন সেই অভিযান চলবে। তার কারণ প্রধানমন্ত্রী বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে এই সরকারের জিরো টলারেন্স। যারা এ অপরাধে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। বাংলাদেশের বাউন্ডারির মধ্যে এখানে সেখানে অবৈধভাবে ক্যাসিনো প্রতিষ্ঠান করা হয়েছে তার খবর পেলেই অভিযান চলবে। আয়োজিত অনুষ্ঠানে আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ও আত্মীয় সংগঠনের উপদেষ্টা ডা. মোহাম্মদ শাহ আলম। এ সময় উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওছার ভূইয়া জীবন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মো. সেলিম ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ সাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর