শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
রংপুর-৩ উপনির্বাচন

জোর প্রচারণায় প্রার্থীরা

রংপুর প্রতিনিধি

রংপুর-৩ আসনে উপনির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে জাপা প্রার্থী সাদ এরশাদের প্রচারণা ততই জোরালো হচ্ছে। তিনি ছুটে চলেছেন গ্রাম থেকে নগরের অলিগলিতে। শুক্রবার সাদ এরশাদ নগরীর বেশ কয়েকটি পয়েন্টে গণসংযোগ করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এর মধ্যে প্রেস ক্লাব চত্বর, শাপলা চত্বর, সাহেবগঞ্জ, সিগারেট কোম্পানির মোড়, শালবন উল্লেখযোগ্য। সাদ এরশাদের প্রচারণায় দলের পক্ষে ছিলেন জাপার যুগ্ম সম্পাদক হাজী আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক সাফিউল ইসলাম সাফি, সাংগঠনিক সম্পাদক হাজী আবদুল বারী মুন্সি, যুব নেতা শাহিন হোসেন জাকির প্রমুখ। গণসংযোগকালে সাদ এরশাদ বলেন, আমার প্রয়াত পিতা জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদকে এখানকার মানুষ সারাজীবন ভালোবাসা দিয়েছেন বলেই তিনি এখানে বারবার এমপি নির্বাচিত হয়েছেন। আমি আমার বাবার স্বপ্নকে বাস্তবায়ন করতে নির্বাচনে অংশ গ্রহণ করেছি।

আমাকে যদি বিজয়ী করা হয় তা হলে আমার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করে নতুন কিছু করার চেষ্টা করব। চেষ্টা করব বাবার লালিত স্বপ্নগুলো বাস্তবায়ন করার। তিনি দলমত নির্বিশেষে সবাইকে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই। দল আগের চেয়ে শক্তিশালী। দলের সবাই লাঙ্গলের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর