শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

শেখ হাসিনা ঝড়ের খেয়ার যাত্রী

------------- মতিয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঝড়ের খেয়ার যাত্রী হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, জীবনের বেশির ভাগ সময়ই তাকে ঝড়ের খেয়াতেই পাড়ি দিতে হয়েছে এবং দিচ্ছেন অনবরত। মনে হয় এই বুঝি সবকিছু উলট-পালট হয়ে গেল। কিন্তু শেখ হাসিনা জাতির পিতার কন্যা। অবিচল ও অনড়ভাবে তার পিতার স্বপ্নকে বাস্তবায়নের পথে এগিয়ে চলেছেন। তাকে কেউ বিচ্যুত করতে পারেনি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। মতিয়া চৌধুরী বলেন, বাংলাদেশের যা কিছু অর্জন তা শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে। দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি সেই অর্জনকে আবার দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন। জনগণকে অংশীদারিত্ব না দিয়ে পৃথিবীর কোনো দেশে গণতন্ত্র হয় না। কোনো উন্নয়ন হয় না। কোনো দেশ সারা পৃথিবীর বুকে সম্মান নিয়ে চলতে পারে না। এটি শেখ হাসিনা অতি সচেতনভাবে মাথায় রাখেন বলেই সব সম্মাননাকে দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন।

তিনি বলেন, গ্রামে একটা কথা আছে- ‘রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায়...’। সেটা আমরা দেখেছি কিন্তু নাম উচ্চারণ করতে চাই না। আবার আরেকটি কথা আছে- ‘প্রজার সুখই রাজার সুখ’। কাজেই যখন প্রত্যন্ত গ্রামের একটি শিশু জামা গায়ে পিঠে বইয়ের ব্যাগ নিয়ে এগিয়ে যায়, তার চোখে-মুখে যে আনন্দ তাতে শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের পথ আরও বেগবান হয়। গ্রামে আরও একটি কথা আছে- ‘কেউ দুধ বেচে তামাক খায়, কেউ তামাক বেচে দুধ খায়’। সাবেক মন্ত্রী মতিয়া বলেন, শেখ হাসিনার জীবনটা দুঃখের পাষাণে ঘষা সুভাসিত চন্দন। কত দুঃখ মানুষ পেতে পারে তার যদি কোনো উদাহরণ দিতে হয় তা শেখ হাসিনা। আবার দুঃখের পর কীভাবে ঘুরে দাঁড়াতে হয় তার নিদর্শন ও উপমা হলো শেখ হাসিনা। এত দুঃখ এত কষ্ট। এক রাতে তিনি সব হারিয়েছেন। সেই জায়গা থেকে আবার ঘুরে দাঁড়ানো। দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নেওয়া। এর সঙ্গে আমি অন্য কিছুর তুলনা পাই না। আয়োজক সংগঠনের সভাপতি শেখ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক সংসদ সদস্য কবি কাজী রোজী, সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর