শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

পর্যটনই দেশকে বিশ্বের দরবারে তুলে ধরবে

------- ইকবাল সোবহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর সাবেক তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, বিশ্বের সর্ববৃহৎ সমুদ্রসৈকতসহ অনেক পর্যটনস্পট রয়েছে আমাদের। এসব স্পট কাজে লাগাতে হবে। পর্যটনই দেশকে বিশ্বের দরবারে তুলে ধরবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি। ট্যুরিস্ট হ্যাভেন বাংলাদেশ এর আয়োজন করে।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান জাহাঙ্গীর খান বাবুর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান ড. এম বদরুদ্দোজা ভুইয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ। ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ, শিক্ষক মোহাম্মদ আলী চৌধুরী মানিক, লায়ন গনি মিয়া বাবুল প্রমুখ এতে বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের মহাসচিব রোকন উদ্দিন পাঠান। ইকবাল সোবহান চৌধুরী বলেন, বিগত অনেক বছরের তুলনায় বর্তমানে অর্থনৈতিক প্রবৃদ্ধি, নারীর ক্ষমতায়ন বেড়েছে। দেশে শিক্ষার হার বেড়েছে, খাদ্যে দেশ এখন স্বয়ংসম্পূর্ণ। এসব কারণে এ দেশ বিশ্বের দরবারে অনন্য অবস্থানে রয়েছে।

জীবনযাত্রার মান বাড়ায় মানুষ এখন বিনোদন ও পর্যটনের দিকে ঝুঁকছে। পরিবর্তনশীল বিশ্বের মানুষ এখন পর্যটনের দিকে ঝুঁকবে এটাই স্বাভাবিক। দেশের প্রাকৃতিক অপার সৌন্দর্য কাজে লাগাতে হবে। তাহলে বৈদেশিক মুদ্রা আয়ের পাশাপাশি কর্মসংস্থানও সৃষ্টি হবে।

শাবান মাহমুদ বলেন, প্রকৃতির ভূস্বর্গ বাংলাদেশ। অথচ এ দেশের অনেকেই অন্য দেশে গিয়ে পর্যটনের জন্য অর্থ ব্যয় করে আসেন। দেশের পর্যটন বিকাশে সরকারকে আরও পদক্ষেপ নিতে হবে। সেমিনারের আগে সকালে প্রেস ক্লাবের সামনে র‌্যালির আয়োজন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর