শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছর আন্তর্জাতিকভাবে দিবসটি উদ্যাপন করা হয়। তথ্য কমিশন এ বছরও ঢাকাসহ দেশব্যাপী দিবসটি উদ্যাপন করবে।

এ উপলক্ষে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি কনফারেন্স হলে আজ সকাল ১০টায় সংবাদ সম্মেলন হবে। এতে প্রধান অতিথি থাকবেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। এ ছাড়া আগামীকাল সকাল সোয়া ৯টায় বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি, শাহবাগ থেকে জাতীয় জাদুঘর পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালি বের হবে। র‌্যালি শেষে জাদুঘরের প্রধান মিলনায়তনে তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও সংগঠন দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর