শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

৫০০ চুরির পর ধরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ওরা তিনজন। ঘুরে বেড়ায় দেশের অভিজাত সব বিপণিবিতানে। ক্রেতা সেজে প্রবেশ করে একজন পণ্য দেখার ছলে বিক্রেতাকে রাখে ব্যস্ত, অন্যরা এ সুযোগে চুরি করে দামি পণ্য। খালি করে ক্যাশবাক্স। নিয়ে যান মোবাইল ফোন সেট। এভাবে গত কয়েক বছরে দেশের কমপক্ষে ৫০০ দোকান থেকে চুরি করেছে অভিনব কৌশলে। অবশেষে চক্রের তিনজনকেই গ্রেফতার করেছে নগরের বাকলিয়া থানা পুলিশ। এরা হলো জয়নাল, জসিম ও নাঈম উদ্দিন রিয়াজ। গতকাল নগরের বিভিন্ন এলাকায় টানা অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। এদের কাছ থেকে চুরি করা মোবাইল ও অন্য জিনিসপত্র উদ্ধার করা হয়। বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন, ‘এরা অভিনব কায়দায় বিক্রেতাকে ব্যস্ত রেখে দোকানের মূল্যবান জিনিস চুরি করে। এমনকি ক্যাশও চুরি করে সুকৌশলে। গত কয়েক বছরে দেশের বিভিন্ন জায়গায় কমপক্ষে ৫০০ দোকানে চুরি করেছে।’ ওসি বলেন, ‘২৫ সেপ্টেম্বর বাকলিয়ার একটি দোকানে প্রবেশ করে অভিন্ন কৌশলে চুরি করে চক্রটি। ওই দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেই এদের গ্রেফতার করা হয়।’

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর