রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ডাকসু ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে পারে না

-ইসলামী ছাত্র মজলিস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নবনির্বাচিত সভাপতি মুহাম্মাদ তারিক বিন হাবীব বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু বিশ্ববিদ্যালয় ছাত্রদের অধিকার ও স্বার্থ রক্ষার প্রতিষ্ঠান। ডাকসু কোনোভাবেই ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে পারে না। গতকাল পুরানা পল্টনে দারুল খিলাফাহ মিলনায়তনে কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের প্রথম অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ উবায়দুর রহমানের পরিচালনায় অধিবেশনে মুহাম্মদ সালাহ উদ্দীন সাকী, মুহাম্মদ লোকমান হোসাইন, মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ, তারেক আহমদ প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর