রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
সড়ক আইন নিয়ে ইফতেখারুজ্জামান

চাপে নতিস্বীকার হবে আত্মঘাতী

নিজস্ব প্রতিবেদক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, সড়ক পরিবহন আইন বাস্তবায়নের পূর্বেই মালিক-শ্রমিকদের অযৌক্তিক দাবি-দাওয়া ও চাপের মুখে নতিস্বীকার করা হলে তা হবে আত্মঘাতী ও জনবিরোধী। জনস্বার্থবিরোধী, অন্যায্য ও আত্মঘাতী চাপে প্রভাবিত না হয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপন্থী উদ্যোগ প্রতিহত করতে হবে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলা নৈরাজ্য ঠেকাতে সড়ক পরিবহন আইন পাস করা হয়েছে। নিরাপদ সড়কসহ এই খাতে জবাবদিহি, আইনের শাসন ও ন্যায়বিচারের দাবিতে শিশু-কিশোর ও তরুণ শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলনের পর সরকার এই আইন করে। কিন্তু পরিবহন মালিক-শ্রমিকদের বাধার মুখে তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে, পরিবহন মালিক-শ্রমিক পক্ষ আইনটির বিরোধিতা করে তা বাতিলের দাবিতে জনদুর্ভোগ সৃষ্টিকারী বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। ড. জামান বলেন, তাদের দাবির পরিপ্রেক্ষিতে আইনটির উল্লিখিত পরিবর্তন এ খাতে নৈরাজ্য নিরসনে গৃহীত সব অগ্রগতিকেই হুমকির মুখে ফেলে দেবে। তাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ধরনের নতিস্বীকার করা থেকে বিরত থাকার আহ্বান জানাই। তিনি আরও বলেন, সড়ক পরিবহন ব্যবস্থায় সুশাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সড়ক নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে ও দুর্ঘটনারোধে প্রধানমন্ত্রীর ছয় নির্দেশনার আলোকে, আইনটির যথাযথ বাস্তবায়নে অনতিবিলম্বে এর বিধিমালা প্রণয়ন এবং তরুণ প্রজন্মসহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে সম্পৃক্ত করে স¦ল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি জাতীয় সড়ক নিরাপত্তা কৌশল ও কর্মপরিকল্পনা গ্রহণ করা উচিত। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, পার্শ^বর্তী দেশসমূহের এ সংক্রান্ত আইনের সঙ্গে তুলনামূলক পর্যালোচনা ও সামঞ্জস্যের যুক্তি উল্লেখ করা হয়েছে। এখন পরিবহন মালিক-শ্রমিকদের চাপে প্রভাবিত হয়ে আইনটিকে দুর্বল করে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। স্বার্থের সংঘাতে জর্জরিত জাতীয় সড়ক নিরাপত্তা পরিষদই ষড়যন্ত্রের কাছে নতজানু হয়ে একদিকে সড়ক পরিবহনের ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা ও নৈরাজ্যের সুরক্ষার পথ অবলম্বন করছে ও অন্যদিকে বিশ^নন্দিত নিরাপদ সড়ক আন্দোলনের শিশু-কিশোর শিক্ষার্থীদের দাবিকে অবজ্ঞা করার চরম নিষ্ঠুর দৃষ্টান্ত স্থাপন করছে।

সর্বশেষ খবর