সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাবি শিক্ষার্থীদের দাবি আদায়ে ফের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার প্রতিবাদে চার দফা দাবি জানিয়ে ফের বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল সকাল ১০টায় বিক্ষোভ মিছিল নিয়ে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এসে সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ শেষে উপাচার্য বরাবর চার দফা দাবি জানিয়ে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় বিথীকা বণিককে প্রাধ্যক্ষের পদ থেকে অব্যাহতি দেওয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয়ে আর যেন কোনো শিক্ষার্থীকে যৌন হয়রানির শিকার না হতে হয় সেজন্য এ ঘটনায় অভিযুক্তদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রশাসনকে সহযোগিতা করতে হবে। প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর নগরের যোজক টাওয়ার বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন নেছা হলের প্রাধ্যক্ষ বিথীকা বণিকের বাসায় যৌন হয়রানির শিকার হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রী। এ ঘটনায় শিক্ষক বিথীকা বণিকের ভাই অভিযুক্ত শ্যামল বণিককে পুলিশ আটক করে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত ২৭ সেপ্টেম্বরে প্রশাসন বিথীকা বণিককে তার প্রাধ্যক্ষ পদ থেকে অব্যাহতি দেয়।

সর্বশেষ খবর