সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

দিনদুপুরে গুলি করে ১৬ লাখ টাকা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় দিনদুপুরে গুলি করে ব্যবসায়ীর ১৬ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গতকাল বেলা পৌনে ১১টার দিকে চান্দনা চৌরাস্তার সিয়াম ফিলিং  স্টেশনের কাছে ঢাকা-জয়দেবপুর সড়কে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের মারধরে ব্যবসায়ী নূরুল হক রতন ও তার কর্মচারী সোহেল আহত হন। জাপান ট্যোবাকো কোম্পানির স্থানীয় পরিবেশক নূরুল হক রতন জানান, সকাল পৌনে ১১টার দিকে প্রতিষ্ঠানের ছয় কর্মচারী নিয়ে চান্দনা চৌরাস্তার অফিস থেকে ১৬ লাখ ৪১ হাজার টাকা পূবালী ব্যাংকে জমা দিতে রওয়ানা দেন। কিছুদূর যাওয়ার পর পেছন থেকে ৬/৭ দুর্বৃত্ত লাঠিসোটা ও রড নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তিনি ও কর্মচারী  সোহেল আহত হন। এক পর্যায়ে ছিনতাইকারীরা চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সোহেলের হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে জয়দেবপুরের দিকে চলে যায়। এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি এ কে এম কাউসার চৌধুরী জানান, এ ঘটনায় ব্যবসায়ী নূরুল হক রতন বাদী হয়ে ৩/৪জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন।

সর্বশেষ খবর