মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের সম্পদের তথ্য সংগ্রহে দুদক

নিজস্ব প্রতিবেদক

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের সম্পদের তথ্য সংগ্রহে দুদক

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের অর্থ পাচার ও সম্পদের বিষয়ে তথ্য সংগ্রহ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন সংস্থাটির সচিব মুহাম্মদ দিলোয়ার বখত্। দুদক সচিব বলেন, গণমাধ্যমে দুর্নীতি সংক্রান্ত  যে কোনো তথ্যই কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এ বিষয়েও তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হবে। বিভিন্ন সূত্রে জানা গেছে, সিদ্দিকী নাজমুল আলম লন্ডনে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন। তার নামে ব্রিটেনে কোম্পানি হাউজে আবাসন, গাড়ির অ্যাক্সিডেন্ট ক্লেইম ম্যানেজমেন্ট, পণ্যের পাইকারি বিক্রেতা, বিজ্ঞাপন, চাকরিদাতা প্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের ছয়টি কোম্পানি রয়েছে।

সর্বশেষ খবর