বুধবার, ২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বরিশালে সুরভী ফিলিং স্টেশন বন্ধ করে দিল বিস্ফোরক অধিদফতর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ছয় মাসেরও অধিক সময় ধরে বেআইনিভাবে চলার পর বরিশাল নগরের কাশীপুর সুরভী এলপিজি ফিলিং স্টেশন ২৫ সেপ্টেম্বর বন্ধ করে দিয়েছে বিস্ফোরক অধিদফতর।

এর আগে অবৈধভাবে তরল গ্যাস সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ১৬ এপ্রিল সুরভী এলপিজি স্টেশন কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিস দেয় বিস্ফোরক অধিদফতর।

ঢাকা প্রধান কার্যালয়ের প্রধান বিস্ফোরক পরিদর্শক মো. শামসুল আলম জানান, সুরভী এলপিজি স্টেশন দীর্ঘদিন ধরে অবৈধভাবে তরল গ্যাস সংরক্ষণ ও বিক্রি করে আসছিল। কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন ছাড়া তাদের আর তরল গ্যাস বিক্রি করতে দেওয়া হবে না বলে জানান প্রধান বিস্ফোরক পরিদর্শক।

সর্বশেষ খবর