বুধবার, ২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

লতিফ সিদ্দিকীর জামিন আবেদন ফেরত

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় দুর্নীতি দমন কমিশন-দুদকের করা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন ফেরত দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চ আবেদনটি ফেরত দেয়। পরে খুরশীদ আলম খান জানান, আদালত লতিফ সিদ্দিকীকে জামিন দেয়নি। তার আবেদন ফেরত দিয়েছে।

২০১৭ সালের ১৭ অক্টোবর রাতে দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে আদমদীঘি থানায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ দুজনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

মামলার অন্য আসামি হলেন ওই জমির ক্রেতা বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার মৃত হারুন-অর-রশিদের স্ত্রী জাহানারা রশিদ।

২০ জুন এ মামলায় বগুড়ার আদালতে হাজির হয়ে লতিফ সিদ্দিকী জামিন আবেদন করলে তা নামঞ্জুর হয়। এরপর তিনি হাই কোর্টে জামিন চেয়ে আবেদন করেন। আইনজীবী খুরশীদ আলম খান বলেন, এ মামলায় ৭ জুলাই হাই কোর্ট তার জামিনে রুল জারি করে। পরে ২২ আগস্ট সেই রুল উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়ে যায়। এরপর তারা আবার জামিন আবেদন করেছিলেন।

সর্বশেষ খবর