শিরোনাম
বুধবার, ২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সড়কে চাঁদাবাজি বন্ধের দাবি পরিবহন মালিক-শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক

সড়ক নিরাপদ ও শৃঙ্খলা ফেরাতে পরিবহন খাতে অবৈধ চাঁদাবাজি বন্ধসহ মোট ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য লীগ। গতকাল জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ওই সংগঠনের সদস্য সচিব মো. ইসমাইল হোসেন বাচ্চু।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোটা পরিবহন সেক্টর এখন জিম্মি হয়ে আছে। বলা যায় পরিবহন সেক্টরে এখন একনায়কতন্ত্র চলছে।

আমরা চাই এই জিম্মি হওয়া পরিবহন সেক্টর উন্মুক্তভাবে চালুক। চাঁদাবাজি বন্ধ হোক। তাদের দাবির মধ্যে রয়েছে- পরিবহন খাতে অবৈধ চাঁদাবাজি বন্ধে কঠোর ও কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, গাড়ির কাগজপত্র চালকের লাইসেন্স দেখার নামে পুলিশের হয়রানি বন্ধ করা, ঢাকা সড়ক পরিবহন সমিতি এবং বিভিন্ন মালিক সমিতিতে ঘাপটি মেরে বসে থাকা বিএনপি-জামায়াত নেতাদের অবিলম্বে অপসারণ করতে হবে, সড়ক পরিবহন শ্রমিকদের আইএলও অনুযায়ী ৮ ঘণ্টা কর্ম নির্ধারণ করতে হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রুমক ঐক্য লীগের আহ্বায়ক এস এম শাহ আলমসহ বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর