বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

অপেক্ষা রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতির অবনতি ঘটাবে

জাতিসংঘে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি

প্রতিদিন ডেস্ক

জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনে মধ্যস্থতা করছে চীন। কিন্তু রোহিঙ্গাদের অনিচ্ছায় চীনের উদ্যোগ প্রথম দফায় কার্যকর কোনো ফল বয়ে আনেনি। জাতিসংঘের সাধারণ সভায় শনিবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর দেওয়া বিবৃতিতে ভারত-পাকিস্তানসহ বিভিন্ন দেশের পাশাপাশি মিয়ানমার-বাংলাদেশ প্রসঙ্গও উল্লেখ করা হয়। এতে বলা হয়, মিয়ানমার-বাংলাদেশ চীনের মধ্যস্থতা প্রচেষ্টার ফলে বাস্তুচ্যুত ব্যক্তিদের প্রত্যাবাসনের কাজকে ত্বরান্বিত করার বিষয়ে নতুন বোঝাপড়ায় পৌঁছেছে। এই সৃষ্ট গতিটি কাজে আসেনি। কাজ না করে অপেক্ষা করা কোনো সমাধান নিয়ে আসে না। এটি মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটাবে। কেবল আসল পদক্ষেপই আশার সঞ্চার করবে এবং রাখাইন ইস্যুটির চূড়ান্ত সমাধানে পৌঁছানোর ক্ষেত্র তৈরি করবে। ইউএন এজেন্সিসহ সম্পৃক্ত সব পক্ষের প্রক্রিয়াটি ধরে রাখার চেয়ে বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত।

সর্বশেষ খবর