শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

শাহজালালে ১ কোটি ২০ লাখ টাকার সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ২০ লাখ টাকার সোনা জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। একই সঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের ১০০টি মোবাইল ফোনও জব্দ করেছে সংস্থাটি। বুধবার দিবাগত রাতে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে এসব জব্দ করা হয়।

ঢাকা কাস্টম হাউস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশি বাড়ানো হয়। একপর্যায়ে বুধবার সন্ধ্যা ৭টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন সাহাবুদ্দিন ও মনির আহমেদ নামে দুজন যাত্রী। এ সময় তাদের কাছে সোনা রাখার বিষয়টি জানতে চাওয়া হয়। তারা অস্বীকার করলে তাদের লাগেজে তল্লাশি চালানো হয়। সেখানে অভিনব কায়দায় রাখা ২ কেজি ২০০ গ্রাম সোনা পাওয়া যায়। এ ছাড়া অন্য আরও কয়েকটি ফ্লাইটের কয়েকজন যাত্রীকে তল্লাশি করে আরও ২০০ গ্রাম সোনা জব্দ করা হয়। এসব সোনার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। কিছু যাত্রীকে তল্লাশি করে ১০০ পিস বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। যেগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

সর্বশেষ খবর