রবিবার, ৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

পুরান ঢাকায় ৭৫ টন চোরাই ফেব্রিকস আটক

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার ইসলামপুর এলাকার বাদশাহ হাজী আহমেদ কমপ্লেক্স ও আইটিসি টাওয়ারে অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ৭৫ টন বন্ডেড চোরাই ফেব্রিকস আটক করেছেন কাস্টমস বন্ড কর্মকর্তারা। গতকাল কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ুন কবীরের নির্দেশে অভিযানটি পরিচালনা করেন কাস্টমস বন্ডের উপকমিশনার রেজভী আহম্মেদ, ফখরুল আমিন চৌধুরী, সহকারী কমিশনার আল আমিন এবং আকতার হোসেন। এস এম হুমায়ুন কবীর বলেন, বিভিন্ন রপ্তানিমুখী গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠান বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে এসব ফেব্রিকস আমদানির পর পোশাক তৈরি করে বিদেশে রপ্তানির পরিবর্তে  ফেব্রিকসগুলো অবৈধভাবে পাইকারি বাজারে বিক্রি করে দিয়েছে।

সর্বশেষ খবর