শিরোনাম
সোমবার, ৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ওমানে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ওমানে মাছিরাহ নামক স্থানে শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। এরা হচ্ছেন নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর গ্রামের খলিল মিয়ার ছেলে শাহা আলম (২৫) ও আবু তালেব মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৬)। আশঙ্কাজনক অবস্থায় একই পরিবারের আলমগীর হোসেন হাসপাতালে চিকিৎসাধীন। চাচা ও ভাতিজার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নিহত জাহাঙ্গীরের বড় ভাই ওমানে কর্মরত ইকবাল হোসেন। তিনি জানান, তারা দুজনই ওমানে মাছ ধরার পেশায় নিয়জিত ছিল। শনিবার রাতে মাছ ধরার কাজ শেষ করে রুমে যাওয়ার সময় মাছিরাহ নামকস্থানে সড়ক দুর্ঘটনায় দুজনই ঘটনাস্থলে মারা যান। মৃত্যুর খবরটি সীতারামপুর গ্রামে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। সীতারামপুর গ্রামের আবু তালেবের সংসারের অভাব অনটন মেটাতে পাঁচ বছর আগে ওমানে পাড়ি দেন জাহাঙ্গীর আলম। শাহ আলমের পিতা খলিল মিয়া সংসারের অভাব ঘোচাতে সুদে ঋণ এনে তিন লাখ টাকা খরচ করে শাহ আলমকে ওমানে পাঠান।

সেখানে গিয়ে শাহ আলম দালালের খপ্পরে পড়ে এক বছরে কোনো টাকাই দিতে পারেনি পিতা খলিল মিয়াকে। খলিল মিয়া পেশায় একজন জেলে ছিলেন। চাচা ও ভাতিজার আগামী বছর ডিসেম্বরে দেশে এসে বিয়ে করার কথা ছিল। কান্নাজনিত কণ্ঠে নিহত শাহ আলমের পিতা খলিল মিয়া বলেন, দেনা করে পোলাডারে ওমান পাঠাইছিলাম সুখের আশায়। সড়কে আমার সব সুখ কাইড়রা নিছে। লাশ আনার মতো টাকাও আমার কাছে নেই। নিহত জাহাঙ্গীরের পিতা আবু তালেব বারবার বিলাপ করছে, আমার এক পোলা মারা গেছে আরেক পোলা আইসিওতে। এখন আমি কী করুম আল্লাহ। এ ব্যাপারে সীতারামপুর গ্রামের আবদুস ছাত্তার বলেন, দুই পরিবারের অবস্থা করুন। মাছ বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলেন খলিল মিয়া। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বলেন, বিষয়টি শুনেছি পরিবারটির খবর নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর