সোমবার, ৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সীমান্তে যে কোনো মৃত্যুই দুঃখজনক : বিএসএফ

কলকাতা প্রতিনিধি

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত বরাবর মানুষের অবাঞ্ছিত মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। আমরা এটা সমর্থন করি না। এ ব্যাপারে সীমান্তে প্রতিটি সদস্যের কাছে বার্তা পাঠানো হয়েছে। এই মন্তব্য করেছেন বিএসএফের আইজি (দক্ষিণবঙ্গ) যোগেশ বাহাদুর খুরানিয়া। গতকাল কলকাতার একটি পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলনের ফাঁকে সীমান্ত হত্যা নিয়ে প্রশ্ন করা হলে খুরানিয়া জানান, ‘আমরা সীমান্তে নন-লিথাল ওয়েপন ব্যবহার করছি। দীর্ঘদিন ধরেই আমরা এই ব্যবস্থা অনুসরণ করে আসছি। সীমান্তে বাহিনীর শেষ সদস্যটিও মারণাস্ত্র নয়-এমন অস্ত্র ব্যবহারে অত্যন্ত প্রশিক্ষিত। লিথাল ওয়েপন (মারণাস্ত্র) তখনই ব্যবহার করা হয়ে থাকে, যখন আর কোনো উপায় থাকে না। বাহিনীর সদস্যদের আত্মরক্ষার জন্যই লিথাল ওয়েপন ব্যবহার হয়ে থাকে। যখনই কোনো মৃত্যুর ঘটনা ঘটে-সেটা খুবই দুঃখজনক। সেক্ষেত্রে বিএসএফের নিজস্ব আদালতেই নয়, স্থানীয় পুলিশও তদন্ত করে।’ গত ৩ অক্টোবর থেকে ৬ অক্টোবর-চার দিন ধরে কলকাতায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আইজি পর্যায়ের বৈঠকে বিভিন্ন ধরনের আলোচনার পর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন খুরানিয়া। অন্যদিকে ১০ সদস্যের বিজিবির প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) অতিরিক্ত ডিজি, আঞ্চলিক কমান্ডার (দক্ষিণবঙ্গ, যশোর) মুহাম্মদ জালাল গনি খান। দুই বাহিনীর আইজিরা এ সম্পর্কিত একটি সমঝোতাও বিনিময় করেন।

সর্বশেষ খবর