মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বাংলা ও বাঙালির ইতিহাস সবাইকে জানতে হবে

ভারতীয় সহকারী হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাগমারায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স পরিদর্শনের সময় ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি বলেছেন, বাংলা ও বাঙালির ইতিহাস সবাইকে জানতে হবে। কীভাবে স্বাধীনতা অর্জিত হয়েছে তা জাতিকে ভুলে গেলে চলবে না।

গতকাল দুপুরে তিনি জাদুঘরটি পরিদর্শন করতে যান। এ সময় তাকে স্বাগত জানান উপজেলা চেয়ারম্যান অনীল সরকার। বাগমারা আসনের এমপি এনামুল হক প্রত্যন্ত এলাকার মানুষকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এই জাদুঘরটি নির্মাণ করেন। সেই জাদুঘরে তৎকালীন সময়ের অসংখ্য চিত্র সংরক্ষণ করা হয়েছে। 

পরিদর্শন শেষে বইতে তার মন্তব্য লেখেন ভারতীয় সহকারী হাইকমিশনার। এ সময় তার সঙ্গে ছিলেন পত্নী সুনন্দা ভাটি, কমপ্লেক্সের পরিচালক মতিউর রহমান টুকু ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক মন্ডল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর