মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

দুদক-টিআইবি সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) মধ্যে পারস্পরিক সহযোগিতার জন্য তৃতীয় বারের মতো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের সচিব মুহাম্মদ দিলোয়ার বখতের সভাপতিত্বে এক অনুষ্ঠানে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। দুদকের পক্ষে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ এবং টিআইবির পক্ষে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কাজে পারস্পরিক সহযোগিতার জন্য গত ১ অক্টোবর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত তিন বছর মেয়াদি এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই দুদকের সঙ্গে টিআইবির আত্মিক সম্পর্ক রয়েছে। তিনি বলেন, টিআইবি শুধু দুর্নীতি প্রতিরোধে কাজ করে, পক্ষান্তরে দুদক প্রতিরোধ ও দমন দুটি কাজই করে। দুদক এবং টিআইবির লক্ষ্য এক, কিন্তু ম্যান্ডেট ভিন্ন। তিনি বলেন, বর্তমানে দুদক আগের তুলনায় অনেক বেশি সক্রিয়। দুর্নীতির বিরুদ্ধে সরকারের শূন্য সহিষ্ণুতা বাস্তবায়নে, দুদকের সক্রিয়তার কোনো বিকল্প নেই। দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত বলেন, দুর্নীতি দমন কমিশন এবং টিআইবির মধ্যে সমঝোতা স্মারক ছাড়াও নিবিড় সম্পর্ক রয়েছে। টিআইবি দুর্নীতি প্রতিরোধে কাজ করে, আর দুদক দুর্নীতি প্রতিরোধ ও প্রতিকার উভয় কাজই করে থাকে। তৃণমূল পর্যায়ে টিআইবির সহযোগী প্রতিষ্ঠান সনাক, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের সদস্যরাও কাজ করছেন। তাদের মধ্যেও নিবিড় সমন্বয় রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর