বুধবার, ৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

‘ভাষাসৈনিক আবদুল মতিন মেহনতি মানুষের জন্য কাজ করেছেন’

ভাষাসৈনিক আবদুল মতিন সারা জীবন ঝুঁকি নিয়ে মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে তৎপর ছিলেন। তিনি ছাত্র জীবনে যেমন প্রশাসনের চাপে নতিস্বীকার করেননি, তেমনি কর্মজীবনেও অন্যায়ের সঙ্গে আপস বা সুযোগ সুবিধার কাছে নিজেকে বিক্রি করেননি। তার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত স্মরণ সভায় বক্তারা একথা বলেন। ঢাকার পুরানা পল্টনের কার্যালয়ে পরিষদের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুলতান আলম মল্লিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, পরিষদের প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর ও মো. আখতার হোসেন, যুগ্ম মহাসচিব আমিনুল ইসলাম সেলিম প্রমুখ। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর