বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ

শোক মিছিল করবে জাতীয় ঐক্যফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে শোক মিছিল বের করবে জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী শনিবার রাজধানীতে এই শোক মিছিল করতে পারে। গতকাল ঐক্যফ্রন্টের দুই দফা বৈঠকে এ কর্মসূচি প্রাথমিকভাবে চূড়ান্ত হয়। আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের বাসায় বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা হবে। জাতীয় ঐক্যফ্রন্টের এক শীর্ষ পর্যায়ের নেতা বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন। গতকাল বেলা ১১টায় আ স ম আবদুর রবের বাসায় সকালে বৈঠক করে জাতীয় ঐক্যফ্রন্ট।  সেখানে বিএনপির প্রতিনিধি হিসেবে জাতীয় স্থায়ী কমিটির দুই সদস্যসহ তিন নেতা উপস্থিত ছিলেন। আ স ম আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাও বৈঠকে উপস্থিত ছিলেন।

এরপর আ স ম আবদুর রব ও মাহমুদুর রহমান মান্না মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে যান। সেখানে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন। সকালের বৈঠকের বিস্তারিত আলোচনা হয়। পরে তারা একমত হন আবরার ফাহাদ হত্যার ঘটনায় কর্মসূচি দিতে। জানা যায়, ভারতের সঙ্গে বর্তমান সরকারের নানা চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে কোনো মন্তব্য করতে চান না ড. কামাল হোসেন। শুধু আবরার ফাহাদের বিষয়েই কর্মসূচিতে একমত হন তিনি। পরে প্রাথমিকভাবে শোক মিছিল বের করার নীতিগত সিদ্ধান্ত হয়।

সর্বশেষ খবর