বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ক্যাসিনোর তথ্য বিনিময় করেছে দুদক-র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

ক্যাসিনোবিরোধী অভিযান সম্পর্কিত তথ্য বিনিময় করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দুদকের কাছে ক্যাসিনোবিরোধী অভিযানে পাওয়া বেশকিছু গোয়েন্দা তথ্যও হস্তান্তর করেছে র‌্যাব। আবার দুদকও এ সম্পর্কিত বেশকিছু তথ্য র‌্যাবকে দিয়েছে। সূত্র জানায়, এছাড়াও সামনের দিনগুলোতে দুদক ও র‌্যাব পারস্পরিক তফসিলভুক্ত অপরাধের বিষয়ে একে অন্যকে সহায়তা করবে।

দুই সংস্থার মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় হবে। গতকাল বিকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদের মধ্যে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এসব তথ্য বিনিময় হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। দুদকের উচ্চ পর্যায়ের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, ওই বৈঠকে সাম্প্রতিক সময়ে ক্যাসিনো কারবারিদের সম্পর্কে বেশকিছু গোয়েন্দা তথ্য বিনিময় হয়। চলমান অভিযানে এক সংস্থা আরেক সংস্থাকে কীভাবে সহযোগিতা করতে পারবে সে বিষয়েও আলোচনা হয়। প্রতিষ্ঠান দুটির প্রধানের মধ্যে একান্ত আলোচনায় সামনের দিনগুলোতে তথ্য বিনিময়ের বিষয়ে আলোচনা হয় এবং দুজন এ বিষয়ে একমত হন।

সর্বশেষ খবর