সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ইমাম আহমদ রযা খান ছিলেন অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর

নিজস্ব প্রতিবেদক

মুজাদ্দেদে দীনে মিল্লাত আ’লা হজরত ইমাম আহমদ রযা খানের (রহ.) প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেছেন, তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর ও চতুর্দশ শতাব্দীর মুজাদ্দেদ। ইসলামের নামে হত্যাযজ্ঞ নয়, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম সেটাই তিনি প্রমাণ করেছেন। তার ১০১তম ওফাত বার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইমাম আ’মর ও আ’লা হজরত গবেষণা পরিষদ আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন মুফতি ওবাইদুল হক নঈমী। বক্তব্য রাখেন পিএইপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ইসলামী চিন্তাবিদ শাহ সুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী, প্রফেসর ডক্টর মুহাম্মদ জামাল ফারুক জিবরীল মাহমুদ আদ দাক্কাক (মিসর), আল্লামা এহসান ইকবাল কাদেরী (শ্রীলঙ্কা), আল্লামা সৈয়দ শাহ মেসবাহুল হক এমাদী (ভারত), আল্লামা মুহাম্মদ সাখাওয়াত হোসাইন বারকাতী (ভারত), নাজি তোরাবা (তুরস্ক)।

সর্বশেষ খবর