বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

পিতা-মাতার প্রতি যত্নশীল হওয়ার আহ্বান

ঢাকায় নতুন বয়স্ক সেবাকেন্দ্র

পিতা-মাতা এবং বয়স্কদের প্রতি অধিক মাত্রায় যতœশীল হওয়ার আহ্বান জানিয়ে গত শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা ফিজিওথেরাপির ওপর গুরুত্ব আরোপ করে বলেন, দেহ ও মন দুটোকেই সচল রাখতে হবে। এর আগে ‘বয়স্ক সেবাকেন্দ্র’ নামে একটি নার্সিং কেয়ার প্রতিষ্ঠানের নবযাত্রা শুরু হয়। পরিচালক ডা. মো. নাজিম উদ্দিন নতুন প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও  লক্ষ্য বর্ণনা করে বলেন, অসুস্থ বা প্রবীণদের জন্য তারা নিবেদিতপ্রাণ। তারা নার্সিং, লিভার কেয়ার ছাড়াও ফিজিও, পেইন ম্যানেজমেন্ট তথা প্যারালাইসিস রোগীকে বাড়িতে গিয়ে চিকিৎসা প্রদান করবেন। প্রতিষ্ঠানটি ধানমন্ডির ৯-এ (পুরাতন ১৯) সড়কের ৬৯ নম্বর বাড়িতে অবস্থিত। অনুষ্ঠানে নতুন প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে বক্তৃতা করেন বারডেমের প্রফেসর আবদুস সালাম, ডা. কে এইচ হক, প্রকৌশলী আবদুল খালেক, উইমেনস ভলান্টারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নাসরীন হক ও সাংবাদিক হাসান শাহরিয়ার।-বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর