abcdefg
news || Bangladesh Pratidin

শিরোনাম
নন-এমপিও শিক্ষকদের অনশন স্থগিত নন-এমপিও শিক্ষকদের অনশন স্থগিত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসের পরিপ্রেক্ষিতে নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা তাদের পূর্বঘোষিত আমরণ অনশনের কর্মসূচি স্থগিত করেছেন। তবে দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। গতকাল গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশন। সংগঠনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায় এক বিবৃতিতে জানান, দেশের বাইরে থাকার পরও শিক্ষামন্ত্রী দীপু মনি ফোনে তাদের সঙ্গে আলাপ করেছেন এবং আগামী রবিবার দেশে ফিরে বৈঠক করবেন বলে জানিয়েছেন। এমপিও নীতিমালা বাতিলের দাবিতে মঙ্গলবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন নন-এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। সেখান থেকেই আমরণ অনশনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

সর্বশেষ খবর