রবিবার, ২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে আসছে জিপিএইচ

নিজস্ব প্রতিবেদক

দেশের অন্যতম শীর্ষ জিপিএইচ ইস্পাত লিমিটেডের নতুন কারখানা আগামী নভেম্বর মাসে উৎপাদনে আসবে। রড শিল্পে বিশ্বের সর্বাধুনিক ও সর্বশেষ প্রযুক্তিতে নির্মিত এই কারখানার মেশিনারিজ সংস্থাপনের কাজ এরইমধ্যে প্রায় শেষ হয়েছে। এখন উৎপাদন শুরুর প্রস্তুতি চলছে। প্রতিষ্ঠানটি কোয়ান্টামসহ দুটি প্রযুক্তি ব্যবহার করবে যা আধুনিকতম। বিশ্বে দ্বিতীয় প্রকল্প হিসেবে জিপিএইচ ইস্পাতের কারখানায় ওই দুটি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। জিপিএইচ ইস্পাতের নতুন কারখানাটি চালু হলে কোম্পানির রড উৎপাদন ক্ষমতা বেড়ে হবে প্রায় ১০ লাখ টন। বর্তমানে উৎপাদন ক্ষমতা ১ লাখ ৬৪ হাজার টন। নতুন কারখানায় ৫০০ ডব্লিউ টিমটিবার ও বিভিন্ন  গ্রেডের রডের পাশাপাশি সেকশান, এঙ্গেল, চ্যানেল, এইচ বিম, আই বিমসহ নানা ধরনের পণ্য উৎপাদিত হবে। উৎপাদিত হবে প্রি-ফেব্রিকেটেড বিল্ডিং নির্মাণের নানা উপকরণ। নতুন প্ল্যান্টে এমএস বিলেট উৎপাদন হবে বছরে ৮লাখ ৪০ হাজার টন। আর রি-বার ও সেকশনের উৎপাদন হবে ৬ লাখ ৪০ হাজার টন।

জিপিএইচ ইস্পাতের কারখানায় রয়েছে সবচেয়ে আধুনিক পানি পরিশোধন ব্যবস্থা। এই কারখানায় এই পানিকে পরিশোধন করে বার বার ব্যবহার করা হবে। ফলে এটি পানির ওপর কোনো বাড়তি চাপ  তৈরি করবে না। অন্যদিকে এই কারখানা থেকে ন্যূনতম দুষিত পানি কারখানা-প্রাঙ্গণের বাইরে যাবে না।

সর্বশেষ খবর