রবিবার, ২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বাংলাদেশ প্রতিদিনে ১৮ অক্টোবর ‘ভারপ্রাপ্ত উপাচার্যের গাড়িবিলাস’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)। প্রতিবাদে তিনি সংবাদটিকে বিভ্রান্তিকর উল্লেখ করে বলেন, ইউজিসির মঞ্জুরিকৃত অর্থের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেটের যৌথ সভার অনুমোদনক্রমে উপ-উপাচার্যের জন্য ৯০ লাখ ৬৮ হাজার টাকায় একটি জিপ গাড়ি কেনা হয়। সংবাদের একাংশে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত উপ-উপাচার্য ৩টি গাড়ি ব্যবহার করছেন। প্রকৃত সত্য হচ্ছে, উপ-উপাচার্য শুধু একটি গাড়ি ব্যবহার করেন। তাছাড়া অফিশিয়াল কাজে উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) যখন ঢাকায় থাকেন তখন সেখানে অন্য একটি গাড়ি ব্যবহৃত হয়। বর্তমানে যে গাড়িটি কেনা হয়েছে সেটি এখনো ব্যবহার শুরু হয়নি। প্রতিবেদকের বক্তব্য : তিনটি সক্রিয় গাড়ি থাকার পরও নতুন আরও একটি গাড়ি কেনায় বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে। প্রগতিশীল বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের বক্তব্যসহ এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে প্রতিবেদকের নিজস্ব কোনো মতামত নেই।

সর্বশেষ খবর