বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সচেতনতা রুখতে পারে স্তন ক্যান্সার

নিজস্ব প্রতিবেদক

‘স্তন ক্যান্সার কমিয়ে আনতে সচেতনতা বাড়ানো প্রয়োজন। এ ক্যান্সারের লক্ষণ সম্পর্কে মানুষকে জানাতে হবে। সচেতনতার মাধ্যমেই স্তন ক্যান্সারে মৃত্যুহার কমিয়ে আনা সম্ভব।’ গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘স্তন ক্যান্সারের ঝুঁকি ও সচেতনতা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন বক্তারা। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যালস সায়েন্স বিভাগ এ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশ প্রতিদিন।

আলোচকরা বলেন, জন্মনিয়ন্ত্রণ বড়ি গ্রহণ, স্থূলতা, মদ্যপান, ঋতুস্রাব, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ও পারিবারিক কারণেও স্তন ক্যান্সার হয়। নিয়মিত শারীরিক পরিশ্রম, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, ৩০ বছরের মধ্যে সন্তান গ্রহণ ও নিয়মিত স্তন স্ক্রিনিং এর ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিকেল কলেজের অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাফর মোহাম্মদ মাসুদ বলেন, সারা বিশ্বেই স্তন ক্যান্সারের হার বাড়ছে। অস্বাভাবিক কোষ বাড়লে ক্যান্সারের সৃষ্টি হয়। শুধু নারীরাই নয়, এখন পুরুষরাও আক্রান্ত হচ্ছে। প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার নির্ণয় করা গেলে শতভাগ নিরাময় সম্ভব। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল হোসেন বলেন, একসময় স্তন ক্যান্সারে নারী আক্রান্ত হতো, এখন পুরুষও হচ্ছে। এ ক্যান্সার থেকে বাঁচতে সচেতনতা বাড়ানো প্রয়োজন। ফার্মাসিউটিক্যালস বিভাগের শিক্ষক সাদিয়া শাবনামের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জি এম সায়েদুর রহমান ও এসকেএফ ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা ড. শাহরিয়ার হোসেন।

সর্বশেষ খবর