বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সরকারের অপসারণ ছাড়া সুশাসন আসবে না : আব্বাস

নিজস্ব প্রতিবেদক

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ক্যাসিনো অপরাধে ওমর ফারুকের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে অব্যাহতি দেওয়া হয়েছে। আরও কাকে কাকে যেন বহিষ্কার করা হয়েছে। দেশের মানুষ তো এসব চুনোপুঁটি, টোকাই-মোকাইয়ের গ্রেফতার বা বহিষ্কার দেখতে চায় না। মানুষ এই নৈশভোটের সরকারের অপসারণ চায়। একমাত্র এই সরকারের অপসারণ ছাড়া কখনই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে না। গতকাল দুপুরে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার হত্যার প্রতিবাদে এক সমাবেশ হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে ও সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের পরিচালনায় সমাবেশে সাবেক ছাত্রনেতাদের মধ্যে ড. আসাদুজ্জামান রিপন, আমানউল্লাহ আমান, আবুল খায়ের ভুঁইয়া, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, নাজিমউদ্দিন আলম প্রমুখ বক্তব্য রাখেন। শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, কামরুজ্জামান রতন, সুলতান সালাউদ্দিন টুকু, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, আকরামুল হাসান প্রমুখ বক্তব্য দেন।

মির্জা আব্বাস বলেন, ‘আবরারকে পিটিয়ে মেরে ফেলা হলো। আমাদের বিএনপির বহু নেতা-কর্মী গুম হলো। সেদিন ভোলার বোরহানউদ্দিনে পাখির মতো গুলি করে মানুষ মেরে ফেলল। আবার সেই গুলির ব্যাপারে খুলনার এক সাংবাদিক কথা বলছিলেন, তাকে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেফতার করা হলো। দেশের স্বাধীনতা কোথায়? দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। এজন্যই তাকে গ্রেফতার হতে হয়েছে। তাকে এই বৃদ্ধ বয়সে জেলে বন্দী থাকতে হচ্ছে।’

সমাবেশে সাবেক ছাত্রনেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিরিন সুলতানা, রেহানা আখতার রানু, শাম্মী আখতার, আজিজুল বারী হেলাল, হেলেন জেরিন খান, সেলিমুজ্জামান সেলিম, শহিদুল ইসলাম বাবুল, আবদুল আউয়াল খান, হায়দার আলী লেলিন, আমিরুজ্জামান খান শিমুল প্রমুখ।

সর্বশেষ খবর