শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

নুসরাত হত্যার রায় মাইলফলক : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায়ে অপরাধীদের সর্বোচ্চ সাজা হয়েছে। এতে প্রমাণ হয়েছে অপরাধী যেই হোক, সাজা তাকে পেতেই হবে। এ রায় আইনের শাসন প্রতিষ্ঠায় মাইলফলক। বিচারহীনতার সংস্কৃতি দূর করার অনন্য দৃষ্টান্ত। আশা করব, নিম্ন আদালতের রায়টি উচ্চ আদালতে এলেও দ্রুত সম্পন্ন হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা বহাল থাকবে। গতকাল রাজধানীর গুলশানে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

আইনি প্রক্রিয়ায় খুব অল্প সময়ে নুসরাত হত্যার রায়  ঘোষণা করা হয়েছে। বর্বর হত্যাকা-ে জড়িতদের সর্বোচ্চ সাজা হয়েছে। কোনো কুচক্রী মহল নুসরাতের পরিবারকে হুমকি দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নুসরাতের পরিবারকে যতদিন প্রয়োজন নিরাপত্তা দেওয়া হবে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই শেখ হাসিনার উন্নয়ন টেকসই হবে।

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গত ২৪ অক্টোবর ওই মাদরাসার সাবেক অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ১৬ আসামির ফাঁসির আদেশ দিয়েছে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মামলাটির রায়ের বিষয়ে প্রতিক্রিয়াসহ সমসাময়িক বিষয়ে কথা বলতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় সাগর-রুনি হত্যা মামলার তদন্তের বিষয়ে জানতে চাওয়া হলে আইনমন্ত্রী বলেন, ‘এ মামলার তদন্ত কবে শেষ হবে জানা নেই। তবে এ মামলার তদন্তে হস্তক্ষেপ করার  কোনো সুযোগ নেই।’

সর্বশেষ খবর