রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ধানমন্ডিতে ১২ তলা ভবনে আগুন একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডিতে গতকাল ১২ তলা একটি ভবনের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় আগুনের ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে ভবনটির ৪তলার ৬৫ বছরের এক নারীর মৃত্যু হয়। ওই নারীর নাম জামিলা কুটি। তার বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া গ্রামে। তিনি ওই ভবনের ৮ম তলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক আশরাফুন নেসার বাসায় গত এক মাস ধরে কাজ করতেন। আগুনের ঘটনায় ওই চিকিৎসকের শাশুড়ি সেলিনা বেগমও অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধারণা করা হচ্ছে, আগুনের ঘটনা শুনে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ধোঁয়ায় শ্বাসকষ্টে ৪র্থ তলার সিঁড়িতে অচেতন হয়ে পড়েন জামিলা। সেখান থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল সকাল সাড়ে ৯টায় ধানমন্ডির ৬/এ রোডের ৫৫ নম্বর বাসায় ওই অগ্নিকা  ঘটে। এ ছাড়া তিন তলায় থাকা শাহেদা নামে ১২ বছরের আরও একটি শিশু গৃহকর্মী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তৃতীয় তলার বাসার সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বাসার সোফা, ডাইনিং টেবিল, বাসনপত্র, কাপড়-চোপড়, শোয়ার ঘরের বেডিংসহ সব আসবাবপত্র পুড়ে যায়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তাদের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে। এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল জানান, তারা ৯টা ২৫ মিনিটের দিকে ধানমন্ডির ৬/এ সড়কের ঈদগাহ মাঠের পাশে এক ভবনে আগুন লাগার খবর পান। ১২তলা ভবনটির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে কাজ শুরু করে। বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলছেন, ফ্ল্যাটটি সম্পূর্ণ পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর