রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সহপাঠীদের নির্যাতনে স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামে সহপাঠীদের সঙ্গে পূর্ববিরোধের জের ধরে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে এবং পরে একটি ঘরে আটকে রেখে নির্যাতনের শিকার ইমাম হোসেন ইমন (১৩) মারা গেছে। নির্যাতনের ২০ দিন পর শুক্রবার দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। ইমন ওই উপজেলার জাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং ইসলামপুর গ্রামের কৃষক নাসির উদ্দিন বেপারীর ছেলে। নাসির উদ্দিন বেপারী জানান, ইমনকে ৫ অক্টোরব রাতে ঘর থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধু একই গ্রামের আবুল হোসেনের ছেলে নুরুন্নবী। এ সময় তাদের বন্ধু হাসান, সোহেল ও মুন্না উপস্থিত ছিল। তাদের সঙ্গে বিরোধ দেখা দেওয়ার পর নুরুন্নবী চলন্ত মোটরসাইকেল থেকে ইমনকে ফেলে হত্যার চেষ্টা করে। পরে অন্যরা নুরুন্নবীর বাড়িতে আহত ইমনকে আটকে রেখে অমানুষিক নির্যাতন করে। পরদিন ৬ অক্টোবর দুপুরে খবর পেয়ে ইমনকে ওই বাড়ি থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেন তারা। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ইমনকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ১৩ অক্টোবর ইমনের বাবা নাসির উদ্দিন বেপারী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় হত্যাচেষ্টা মামলা করেন। পুলিশ এজাহারভুক্ত আসামি সোহেলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। হত্যাচেষ্টা মামলাটি এখন হত্যা মামলা হিসেবে এজাহারভুক্ত করা হবে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে তিনি জানান।

সর্বশেষ খবর