রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

খুনিরা রেহাই পেয়ে যাচ্ছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকান্ডের ঘটনাকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, খুনিরা সরকারের আশ্রয়ে রেহাই পেয়ে যাচ্ছে।  আবরার হত্যার প্রতিবাদে গতকাল রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশে তিনি আরও বলেন, সরকারের সোনার ছেলেরা অপরাধ করলে সেই অপরাধকে প্রটেকশন দেয় সরকার। তিনি উল্লেখ করেন, নাটোরের সানাউল্লাহ নুর বাবু হত্যাকারীদের বিচার হয়নি। অথচ নাটোরের গামা হত্যাকারীদের ফাঁসি হয়েছিল, আসামিরা রাষ্ট্রীয় ক্ষমা পেয়েছে। এই আওয়ামী লীগের আমলে ৩৪/৩৫ জন হত্যাকারী, যাদের ফাঁসি হয়েছে- তারা রাষ্ট্রীয় ক্ষমা পেয়েছে। অর্থাৎ অপরাধীরা প্রটেকশন পায় সরকারের কাছ থেকে। বিশ্বজিতকে যারা হত্যা করেছে, তাদের কিছু হয়নি। একের পর এক হত্যার সঙ্গে সরকারদলীয় যারা জড়িত, তারা কোনো না কোনোভাবে রেহাই পেয়ে যাচ্ছে।

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় সমাবেশে দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, পেয়ারা মোস্তফা বক্তব্য দেন। সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টন থেকে বের করে নাইটিঙ্গেল মোড় হয়ে বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

সর্বশেষ খবর