সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বেসরকারি ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে : মির্জা আজম

জামালপুর প্রতিনিধি

সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, কৃষি বাণিজ্যের গুরুত্বপূর্ণ মাদারগঞ্জ অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা তৈরিতে এনআরবিসি ব্যাংক পৃষ্ঠপোষকতা করবে। এ এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে পাশে থাকবে ব্যাংকটি। এক সময় শুধুমাত্র সরকারি ব্যাংকগুলো মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করত। এখন বেসরকারি ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। গতকাল মাদারগঞ্জের বালিজুড়ি বাজরে এনআরবিসি ব্যাংকের ৭০তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফারুক আহেমদ চৌধুরী, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবীর, ব্যাংকের সাপোর্ট সার্ভিসেস অ্যান্ড ব্রাঞ্চেস বিভাগের প্রধান মোহাম্মদ মোস্তাহাক, শাখা ব্যবস্থাপক মেহেদী হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর