মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সেরা ছাত্র বিপথে গিয়ে খুনি হলে দেশসেবা করবে কে

--------------- শামীম ওসমান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

সংসদ সদস্য শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪) বলেছেন, বুয়েটের ছাত্রদের মনে করা হয় সেরা ছাত্রদেরও সেরা। সেরা ছাত্ররা দেশসেবা করে, সমাজসেবা করে। কিন্তু দেখা গেল ওখানে তারা একটি ছাত্রকে পিটিয়ে মেরে ফেলেছে। এটা খুবই বেদনাদায়ক। তিনি বলেন, সেরা ছাত্র বিপথে গিয়ে খুনি হতে থাকলে দেশসেবা করবে কে? শামীম ওসমান সোমবার দুুপুরে সিদ্ধিরগঞ্জ রেবতীমোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ নুরুল ইসলাম। বক্তৃতা করেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান, অধুনালুপ্ত সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আবদুল মতিন প্রধান প্রমুখ। শামীম ওসমান বলেন, মা-বাবার উচিত শিশুকাল থেকে সন্তানের মনে কল্যাণ অনুভূতি সঞ্চার করা। ধর্মের অনুভূতি সঞ্চার করা। ধর্ম মানুষকে কল্যাণব্রতী করে তোলে।

গুরুজনদের সম্মান করতে শেখায়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের সত্যিকারের মানুষ হয়ে উঠতে হবে। সেজন্য মা-বাবার শাসন মেনে জীবনযাপন করার অভ্যাস গড়ে তুলতে হবে। মনোযোগ দিয়ে পড়ালেখা করে সুন্দর ফল করতে হবে। দেশের জন্য ভালো কিছু করার মনোভাব অর্জন করতে হবে।

সর্বশেষ খবর