মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বিএনপি এমপি হারুনকে ছয় মাসের জামিন অর্থদন্ড স্থগিত

নিজস্ব প্রতিবেদক

শুল্ক ফাঁকির মামলায় দন্ড হওয়া বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশীদকে ছয় মাসের জামিন দিয়েছে হাই কোর্ট। একই সঙ্গে তাকে দেওয়া ৫০ লাখ টাকার অর্থদন্ডও স্থগিত করেছে আদালত। গতকাল বিচারপতি মো. শওকত হোসেনের একক হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন ও হারুনুর রশীদের স্ত্রী আইনজীবী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। পরে জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘আদালত উভয় পক্ষের বক্তব্য শুনেছেন। সব সাক্ষীর সাক্ষ্য পড়েছেন। পরে ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন।

জামিন স্থগিত চেয়ে আজই আপিল করবেন বলে জানিয়েছেন মো. খুরশীদ আলম খান। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়ি বিক্রি করার অভিযোগে করা শুল্ক ফাঁকির মামলায় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদকে ৫ বছরের কারাদন্ড দিয়ে গত ২১ অক্টোবর কারাগারে পাঠান ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম। দুদকের দায়ের করা এ মামলার তিন আসামির মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হারুনকে পাঁচ বছরের কারাদন্ডের পাশাপাশি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা না দিলে তাকে আরও ছয় মাসের সাজা খাটতে হবে। সংসদ সদস্য থাকা অবস্থায় শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রির ঘটনায় হারুনুর রশীদসহ তিনজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয় ২০০৭ সালের ১৭ মার্চ। মামলাটি তদন্ত করে হারুনসহ তিনজনের বিরুদ্ধে ওই বছরের ১৮ জুলাই আদালতে চার্জশিট দেন দুদকের সহকারী পরিচালক মোনায়েম হোসেন। অভিযোগপত্র আমলে নিয়ে হারুনসহ তিনজনের বিরুদ্ধে ২০০৭ সালের ২০ আগস্ট বিচার শুরু করে আদালত। বিচার শেষে তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর