মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ছাত্রলীগ নেতাদের ভর্তি নিয়ে ঢাবিতে বাকবিতন্ডা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিষয়ক সর্বোচ্চ ফোরাম একাডেমিক কাউন্সিলের সভায় ছাত্রলীগের ৩৪ নেতা ও ডাকসু জিএস গোলাম রাব্বানীকে ‘অনিয়মের মাধ্যমে’ ভর্তির সুযোগ দেওয়াকে কেন্দ্র করে অধ্যাপকদের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটেছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিকাল ৩টা থেকে পৌনে ৫টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়। সভা সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতাদের ভর্তির পক্ষে-বিপক্ষে প্রায় ঘণ্টাব্যাপী অধ্যাপকদের মধ্যে বিতর্ক চলে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম ডাকসু নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগের সাবেক ও বর্তমান ৩৪ নেতাকে বিজনেস স্টাডিজ অনুষদের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধীনে সান্ধ্যকালীন মাস্টার্স অব ট্যাক্স ম্যানেজমেন্ট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা ছাড়াই বিধিবহির্ভূতভাবে ভর্তি করানো এবং ডাকসুর সাধারণ সম্পাদক-জিএসের ক্রিমিনোলজি বিভাগে এমফিল ভর্তিসংক্রান্ত অনিয়মের বিষয়টি উপস্থাপন করেন। পরে এ নিয়ে আওয়ামীপন্থি নীল দলের শিক্ষকদের মধ্যে তুমুল আলোচনা-সমালোচনা হয়। সাদা দলের আরও কয়েকজন শিক্ষক বিষয়টি নিয়ে কথা বলেন। পরে অধ্যাপক ওবায়দুলের বক্তব্যকে ‘রাজনীতি’ আখ্যায়িত করে তা এক্সপাঞ্জ করেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

সভায় সাদা দলের শিক্ষকদের মধ্যে অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক লায়লা নূর ইসলাম বক্তব্য দেন। অন্যদিকে দাবির বিপরীতে নীল দলের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ, অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন, অধ্যাপক ড. মিজানুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর