বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বাঘায় আম বাগানের পাখির বাসা ভাঙা যাবে না : হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর বাঘা উপজেলার খোর্দ্দ বাউসা গ্রামের আম বাগানের পাখির বাসা কোনো অবস্থাতেই ভাঙা যাবে না বলে আদেশ দিয়েছে হাই কোর্ট। একই সঙ্গে ওই বাগানে পাখি বাসা বাঁধলে বাগান মালিক বা ইজারাদারের কী পরিমাণ ক্ষতি হবে তা নির্ধারণ করে ৪০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে রাজশাহী জেলা প্রশাসক ও বাঘার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।

পাশাপাশি খোর্দ্দ বাউসা গ্রামের আম বাগানকে পাখির জন্য কেন অভয়ারণ্য ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী প্রজ্ঞা পারুমিতা রায় একটি দৈনিকে প্রকাশিত ‘পাখিদের উচ্ছেদে ১৫ দিন সময় দিলেন বাগান মালিক’ শিরোনামের প্রতিবেদন আদালতের নজরে আনেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর