শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ক্যাসিনো জুয়াড়িদের তথ্য জানতে সিঙ্গাপুরে চিঠি

প্রতিদিন ডেস্ক

সিঙ্গাপুরের ক্যাসিনোতে গত পাঁচ বছরে বাংলাদেশের যে ব্যক্তিরা জুয়া খেলেছেন, তাদের তথ্য জানতে সিঙ্গাপুরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দেশটির রাষ্ট্রীয় দুর্নীতি দমন সংস্থা করাপ্ট প্র্যাকটিসেস ইনভেস্টিগেশন ব্যুরোর পরিচালক বরাবর এ চিঠি পাঠিয়েছেন দুদকের মহাপরিচালক (মানি লন্ডারিং) আ ন ম আল ফিরোজ। গতকাল এ চিঠি পাঠানো হয় বলে দুদক সূত্র একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। চিঠিতে বলা হয়, সরকারের দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেফতর হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে অর্থ পাচারের কথা বেরিয়ে এসেছে। তারা স্বীকার করেছেন, সিঙ্গাপুরে বিপুল অর্থ অবৈধভাবে পাচার করে সেখানকার ক্যাসিনোগুলোয় তারা জুয়া খেলেছেন। দুদক চিঠিতে বলেছে, দুর্নীতির সঠিক তথ্য উদঘাটনে সিঙ্গাপুরের ম্যারিনা বেসহ অন্যান্য ক্যাসিনোতে যেসব বাংলাদেশি জুয়া খেলেছেন, তাদের তথ্য দরকার। দুদকের পক্ষ থেকে পাঠানো চিঠিতে গত পাঁচ বছরে যেসব বাংলাদেশি সিঙ্গাপুরের ক্যাসিনোতে জুয়া খেলেছেন, তাদের তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ খবর